Sunday, August 19, 2012

US Review


আমি হার্ডওয়ার এর একজন ছাত্রী। আমি হার্ডওয়্যার এর ক্লাস করে নিজে নিজে কম্পিউটার সেটআপ করতে পারি। এবং এর পাশাপাশি আমি কম্পিউটার এর বিভিন্ন যন্ত্রাংশের নাম জানি, দেখলে চিনতে পারব। তবে আমাদের স্যার অনেক ভালো শিখায় তাই অনেক দ্রুত এত কিছু শিখতে পেরেছি। প্রথম প্রথম আমার স্যার এর কথা শুনতে অনেক সমস্যা হত এবং বুঝতেও কিন্তু পরবর্তীতে সে সমস্যা ঠিক হয়ে যায়।তবে আমি যতটুকু শিখতে পেরেছি তারচেয়ে আর বেশি ভালো করে শিখতে পারতাম যদি শ্রেনীকক্ষ এবং আসন সংখ্যা পর্যাপ্ত পরিমাণে থাকত। আর ক্লাসের সময়টা যদি আর বাড়ানো যায় তবে আমার মনে হয় শিক্ষার্থীদের জন্য অনেক সুবিধা হত।
আমি আশা করছি আমাদের পরবর্তী ব্যাচ উক্ত সমস্যার সম্মুখীন হতে হবে না।

উম্মে সালমা, ৭ম ব্যাচ

No comments:

Post a Comment