Sunday, August 19, 2012

Farhana Yeasmin's Review


আমি ফারহানা ইয়াসমিন। আমি কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সের একজন ছাত্রী। এখানে কম্পিউটারের হার্ডওয়্যার অংশের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে ও শিখতে পেরেছি। আমাদের শিক্ষক এস.এম. আশরাফুল ইসলাম স্যার অনেক ভালো শিখান। তিনি যথেষ্ঠ বন্ধুত্ব পরায়ন, পরিশ্রমী এবং মেধাবী।

অভিযোগ: রুম ছোট, বসার জায়গা সীমিত ইত্যাদি। আমার আরেকটি অভিযোগ হচ্ছে এখানে কয়েকেদিন এসে ক্লাস না করে ফিরে যেতে হয়েছে যা আমার জন্য কষ্টসাধ্য ছিল। আমার পরামর্শ হচ্ছে ভবিষ্যতে যেন ছাত্রছাত্রীদের জানিয়ে দেয়া হয়।

ফারহানা ইয়াসমিন, ৭ম ব্যাচ

US Review


আমি হার্ডওয়ার এর একজন ছাত্রী। আমি হার্ডওয়্যার এর ক্লাস করে নিজে নিজে কম্পিউটার সেটআপ করতে পারি। এবং এর পাশাপাশি আমি কম্পিউটার এর বিভিন্ন যন্ত্রাংশের নাম জানি, দেখলে চিনতে পারব। তবে আমাদের স্যার অনেক ভালো শিখায় তাই অনেক দ্রুত এত কিছু শিখতে পেরেছি। প্রথম প্রথম আমার স্যার এর কথা শুনতে অনেক সমস্যা হত এবং বুঝতেও কিন্তু পরবর্তীতে সে সমস্যা ঠিক হয়ে যায়।তবে আমি যতটুকু শিখতে পেরেছি তারচেয়ে আর বেশি ভালো করে শিখতে পারতাম যদি শ্রেনীকক্ষ এবং আসন সংখ্যা পর্যাপ্ত পরিমাণে থাকত। আর ক্লাসের সময়টা যদি আর বাড়ানো যায় তবে আমার মনে হয় শিক্ষার্থীদের জন্য অনেক সুবিধা হত।
আমি আশা করছি আমাদের পরবর্তী ব্যাচ উক্ত সমস্যার সম্মুখীন হতে হবে না।

উম্মে সালমা, ৭ম ব্যাচ

Sharmin Sultana's Review


আমি শারমিন সুলতানা। আমি কম্পিউটার হার্ডওয়ার ইঞ্জিনিয়ারং কোসের একজন ছাত্রী। এখানে কম্পিউটারের হার্ডওয়ারের বিভিন্ন অংশের কাজ জানতে ও শিখতে পেরেছি। আমাদের স্যার এস. এম. আশরাফুল ইসলাম অনেক যত্ন সহকারে আমাদের হার্ডওয়ার কোর্সের উপর ক্লাস নিয়েছেন। এবং হার্ডওয়ারের কাজগুলো নিখুতভাবে শিখিয়েছেন। তাই আমি তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

অভিযোগ: সীমিত সংখ্যক আসন সংখ্যার জন্য এখানে বসার সমস্যা এবং গরমে সমস্যার কারণে ক্লাস করতে সমস্যার সৃষ্টি হয়েছে।

শারমিন সুলতানা, ৭ম ব্যাচ

Salauddin Bhuiya's Review


হার্ডওয়ার ক্লাস সম্পর্কে আমার অভিমত:

সামগ্রিকভাবে কারো ব্যক্তিগত অভিমত পরিপূর্ণ নয়। আমাদের হার্ডওয়ার ক্লাসগুলোর লেকচারগুলো বাস্তবসম্মত ও পরিপূর্ণ। হার্ডওয়ার ক্লাসগুলো করে আমি খুবই উপকৃত হয়েছি। যা আমার পরবর্তীতে কাজে লাগবে। তবে আমি একটু হতাশ এই কারণে যে, হার্ডওয়ার ক্লাস এর আসন সংখ্যা, এসি ও কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব বোধ করছি। তবে আমি আশা করি যে আমাদের পরবর্তী ব্যাচগুলোর ছাত্রদের এই জিনিসপত্রগুলোর অভাব থেকে মুক্ত থাকবে। আমি আরও আশা করছি যে, এমডি স্যার হার্ডওয়ার ছাত্রদের জন্যে একটি প্রজেক্টরের ব্যবস্থা করবেন।

সালাউদ্দিন ভুইয়া, ৭ম ব্যাচ।

Saturday, August 18, 2012

Minhaz Abedin's Review

কম্পিউটার ওয়ার্ল্ড সম্পর্কে অভিমত:

ব্যক্তিগত অভিমত সবসময়ই সামগ্রিকভাবে পরিপূর্ণ নয়। যদিও এ বিষয়টি কিছুটা হলেও প্রভাব বিস্তার করে। এখানে কম্পিউটার ওয়ার্ল্ডে ৬ মাস মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স কোর্সটি সম্পর্কে আমার অভিমত কোর্সটি খুবই সময়োপযোগী। কোর্সটি স্বল্প সময়ে অনেক বেশি শিক্ষার জন্য অনেক বেশি কার্যকরী। এই কোর্সের হার্ডওয়ার ইঞ্জিনিয়ার অংশটি যথেষ্ট মান সম্মত। কোর্সটির পরিচালক এস. এম. আশরাফুল ইসলাম যথেষ্ট পরিশ্রমী, বিনয়ী, ধৈর্যশীল এবং দায়িত্ববান ছিলেন নিজ দায়িত্বে। খুটিনাটি বিষয় বারবার জানাতে তিনি যথেষ্ট নিষ্ঠাবান। আশা করছি সামনের দিনে এই প্রতিষ্ঠানের দূর্বলতা, অসঙ্গতি এবঙ সমন্বয়হীনতা যা ছিল তা দূর হবে। খুব শীঘ্রই এটি সব দিক থেকে মান সম্মত এবং সময়োপযোগী প্রতিষ্ঠান হবে।

মিনহাজ আবেদীন, ৭ম ব্যাচ।

Shahabul Hossain Review

আমি মো: শাহাবুল হোসেন। আমি এখানে মেয়াদী ডিপ্লোমা কোর্স করেছি। আর আমি বর্তমানে হার্ডওয়্যার এর ৭ম ব্যাচ এ কাজ শিখছি। এখানে আমাদের এস.এম. আশরাফুল ইসলাম খুব ভালভাবেই ক্লাস নিয়েছেন। এই ক্লাসে আমি ভালভাবেই কাজ শিখতে পেরেছি। আমাদের স্যার আমাদের ভালভাবেই শিক্ষা দিয়েছে। আমি স্যার এর কাছ থেকে ভাল শিক্ষা পেয়ে খুবই গর্ব বোধ করছি।।

শাহাবুল হোসেন, ৭ম ব্যাচ